IQNA

ওহীর দেশে রমজানের রীতি | ফিল্ম

18:35 - April 30, 2020
সংবাদ: 2610694
তেহরান (ইকনা)- ওহীর দেশ সৌদি আরবে পবিত্র রমজান মাসে ভিন্ন রূপ ধারণ করে।

এই দেশের জনগণ প্রতিবছর এসময় আজান ধ্বনির সাথে সাথে হারামাইন শরিফাইনসহ অন্যান্য মসজিদের দিকে অগ্রসর হয়। তবে এই বছর দেশটিতে ভিন্ন রূপ ধারণ করেছে। কারণ, এ বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জামাত সহকারে ইবাদত-বন্দেগী বাধার সম্মুখীন হয়েছে। iqna

 

captcha